ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লাইনে শুলেন আত্মহত্যা করতে, ট্রেন যেতেই উঠে দাঁড়ালেন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৪৯ এএম, ২২ অক্টোবর ২০১৮

আত্মহত্যার জন্য রেল লাইনে ঝাঁপ দিয়েছিলেন এক যুবক। তার ওপর দিয়ে ট্রেনও চলে গিয়েছিল। কিন্তু তাতে একটু আঁচড়ও লাগেনি ওই যুবকের শরীরে। পুরোপুরি অক্ষত রয়েছেন তিনি। এ ঘটনায় হতবাক হয়েছেন রেল স্টেশনের যাত্রী ও রেলকর্মীরা। আর এমন অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের ঢোলপুর রেল স্টেশনে। সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

রাজস্থানের ব্যস্ত রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম ঢোলপুর। গত শুক্রবার সকালে স্টেশনে যাত্রীদের ভিড়, অন্য দিনের মতোই ট্রেন যাচ্ছে-আসছে। যাত্রীরা চলছিল আপন গতিতেই। এমন সময় হঠাৎ-ই দ্রুতগতির একটি এক্সপ্রেস ট্রেন আসতে দেখেই প্ল্যাটফর্ম থেকে লাইনে ঝাঁপ দিলেন এক যুবক।

ভাইরাল হওয়া ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নীল জিন্স ও অফ হোয়াইট শার্ট পরা ওই যুবক লাইনের ওপর লম্বালম্বি শুয়ে রয়েছেন। ওপর দিয়ে চলে যাচ্ছে একটি ট্রেন। প্রায় ৩০ সেকেন্ড ধরে ওই যুবকের ওপর দিয়ে ট্রেনটি যায়।

ট্রেনটি চলে যাওয়ার পরই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকজন ছুটে গেলেন লাইনে। যোগ দিলেন রেলকর্মীরাও। সবাই মিলে ধরে তাকে তুলে আনা হল প্ল্যাটফর্মে।

তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। কেনই বা তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন, সে বিষয়েও কিছু জানাতে পারেনি রেল পুলিশ।

সূত্র : আনন্দবাজার

এমবিআর/জেআইএম

আরও পড়ুন