ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চীনে বিস্ফোরণস্থল থেকে সরে যাওয়ার নির্দেশ

প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৫ আগস্ট ২০১৫

চীনের তিয়ানজিনে রাসায়নিক কারখানার বিস্ফোরণস্থলের আশেপাশের তিন কিলোমিটার এলাকায় অবস্থানকারী বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির পুলিশ বিস্ফোরণস্থল থেকে সোডিয়াম সায়ানাইড উদ্ধার করেছে। এরপর শনিবার এ নির্দেশ দেওয়া হয়। খবর বিবিসির।

এদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিউজ জানায়, বিস্ফোরণস্থলের মাত্র ৫০ মিটার দূর থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দেশটির সামরিক বাহিনীর রাসায়নিক বিশেষজ্ঞরা বিস্ফোরণস্থলের বিষাক্ত গ্যাসের মাত্রা পরীক্ষা করে দেখছেন। এছাড়া বিস্ফোরণের কারণ এখনো অনুসন্ধান করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তিয়ানজিনের ওই রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। বুধবারের ওই বিস্ফোরণে কমপক্ষে ৭ শতাধিক মানুষ আহত হয়েছেন।

এসআইএস/এমআরআই