ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিশ্বজুড়ে কমছে মৃত্যুদণ্ডের বিধান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৫ অক্টোবর ২০১৮

ধীরে ধীরে মৃত্যুদণ্ড থেকে বেরিয়ে আসছে বিশ্ব। ইতোমধ্যেই জাতিসংঘের ১৭০টি সদস্য রাষ্ট্র হয় এটি বাতিল করেছে, অথবা এটা কার্যকর বন্ধ রেখেছে।

বিগত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে দেয়া এক রিপোর্টে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

রিপোর্টে বলা হয়েছে এসব দেশ অপরাধের শাস্তি হিসেবে অন্তত দশ বছর মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে বিরত রয়েছে। যদিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে এই সংখ্যা ১৪২টি।

বর্তমানে বিশ্বের ১৯৩টি দেশ জাতিসংঘের সদস্য। মহাসচিবের রিপোর্ট অনুযায়ী গত এক দশকে অন্তত ২৩টি সদস্য দেশ কমপক্ষে একবার হলেও মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

জাতিসংঘ জানিয়েছে সদস্য দেশগুলো থেকে পাওয়া তথ্যের পাশাপাশি এসব দেশের নাগরিক সমাজের কাছ থেকেও তথ্য নিয়েছে তারা।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে তাদের হিসেবে গত পাঁচ বছরে অন্তত ৩৩টি দেশ একবার হলেও মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

সংস্থাটি দেশগুলোর সরকারি তথ্য, গণমাধ্যম কিংবা যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তাদের পরিবারের সদস্যদেরকে তথ্যের উৎস বলে উল্লেখ করেছে।

এদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসেবে ২০১৭ সালে বিশ্বের ৫৩টি দেশে দুই হাজার ৫৯১টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য মতে বিশ্বের ১০৬টি দেশের আইন মৃত্যুদণ্ড কার্যকরকে সমর্থন করে না। সাতটি দেশে যুদ্ধের মতো বিশেষ অবস্থায় ভয়াবহ অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়ার বিধান আছে। আর ২৯টি দেশে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও গত এক দশকে তারা এটি কার্যকর করেনি।

এছাড়া ৫৬টি দেশে মৃত্যুদণ্ডের বিধান বহাল আছে। এর মধ্যে কোনো দেশ এই দণ্ড কার্যকর না করলেও আগামীতে কার্যকর করবে না এমন কোনো সরকারি ঘোষণা দেয়নি।

এদিকে অচিরেই মৃত্যুদণ্ডের চর্চা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দেশটির পার্লামেন্টের আগামী অধিবেশনেই এটি বিবেচনা করা হতে পারে।

দেশটিতে খুন ও মাদক পাচারের মতো অপরাধের জন্য প্রায় ১২শ’ জনের মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় আছে।

এর আগে গিনি ও মঙ্গোলিয়াও গত বছর মৃত্যুদণ্ড বিলোপ করেছে। আর চলতি বছরের শুরুতে মৃত্যুদণ্ড বন্ধের ঘোষণা দিয়েছেন গাম্বিয়ার প্রেসিডেন্ট। দেশটিতে সর্বশেষ কারও মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল ২০১২ সালে।

অপরদিকে গত বছরের শেষ দিকে সাব সাহারার আফ্রিকান অঞ্চলের ২০টির মতো দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে।

এছাড়া আইন থাকা সত্ত্বেও ২১টি দেশ মৃত্যুদণ্ড কার্যকর থেকে বিরত আছে। দেশগুলো হচ্ছে-
অ্যান্টিগুয়া ও বারমুডা, বাহামা, বার্বাডোজ, বেলিজ, কোমোরোস, কিউবা, কঙ্গো প্রজাতন্ত্র, ডমিনিকা, ইথিওপিয়া, গাম্বিয়া, গায়ানা, জামাইকা, লেবানন, লেসথো, কাতার, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, উগান্ডা ও জিম্বাবুয়ে।

বর্তমানে আফগানিস্তান, বাহরাইন, বাংলাদেশ, বেলারুশ, বতসোয়ানা, চাঁদ, চীন, মিসর, গিনি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, জাপান, জর্ডান, কুয়েত,মালয়েশিয়া, নাইজেরিয়া, উত্তর কোরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, সৌদি আরব, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, তাইওয়ান, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও ইয়েমেনে( লিবিয়া ও সিরিয়ায় যুদ্ধের কারণে তথ্য সংগ্রহ করা যায়নি) এখনও মৃত্যুদণ্ড কার্যকর আছে। সূত্র : বিবিসি

এমএমজেড/পিআর

আরও পড়ুন