শিক্ষার্থীদের সামনেই অধ্যক্ষকে কুপিয়ে হত্যা
শিক্ষার্থীদের সামনেই ক্লাস নেয়া অবস্থায় অধ্যক্ষকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রঙ্গনাথ (৬০) বলে জানা গেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভারতের বেঙ্গালুরে এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত রঙ্গনাথ বেঙ্গালুরের আগ্রাহারা দশরাহালি সুবুরবানের হাভানুর পাবলিক স্কুলের অধ্যক্ষ। তিনি রোববার দশম শ্রেণির বিশেষ ক্লাস নিচ্ছিলেন। এ সময় ২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ক্লাস চলাকালীন ৬ জন দুর্বৃত্ত ক্লাসে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে চলে যায়।
শিক্ষার্থীরা জানিয়েছে, ৬ জন দুর্বৃত্ত একটি গাড়ি করে এসেছিল। হত্যা করে আবার গাড়িতে করে চলে যায়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে একজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ বলছে, গ্রেফতারের সময় সে পুলিশকে আক্রমণ করার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। এতে পায়ে আঘাতপ্রাপ্ত হয় দুর্বৃত্ত। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
হত্যাকাণ্ডের পেছনে স্কুলের জমিজমা-সংক্রান্ত বিষয় জড়িয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এসআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার