আমিরাতে কোটি টাকার লটারি জিতলেন দুই প্রবাসী
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দেশটির সবচেয়ে বড় কোটি টাকার লটারি জিতেছেন দুই প্রবাসী। ওই দুই প্রবাসীর একজন ভারতের অন্যজন পাকিস্তানের। আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার আমিরাত ভিত্তিক শুল্কমুক্ত লটারি আয়োজনকারী প্রতিষ্ঠান ‘দুবাই ডিউটি ফ্রি’র দু’টি ড্র একসঙ্গে অনুষ্ঠিত হয়। পুরস্কার হিসেবে বিজয়ী ওই দুই প্রবাসীর প্রত্যেককে প্রায় এক কোটি করে টাকা দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনে বলা হয়, দুটি লটারির টিকিট বিক্রি শুরু হলে খুব দ্রুতই তা শেষ হয়ে যায়। অতঃপর একসঙ্গেই লটারি দু’টির ড্র আয়োজন করে ‘দুবাই ডিউটি ফ্রি’ নামের ওই প্রতিষ্ঠান।
লটারি বিজয়ী দু’জনের একজন হলেন, পাকিস্তানের লাহোরের ইমরান আশাক। তিনি প্রথম বিজয়ী হিসেবে ২৮২ সিরিজের ২০২১ নাম্বার টিকিটে কোটি টাকা পান।
ওই বিজয়ী বলেন, ‘পুরস্কারের টাকা দিয়ে কিছু সম্পত্তি ক্রয় করব। এছাড়া এ অর্থ গাড়ি ব্যবসায়ে বিনিয়োগ করার পরিকল্পনা করছি আমি।’
এছাড়াও দ্বিতীয় বিজয়ী হিসেবে কোটি টাকার পুরস্কার পান ভারতের রমেশ কৃষ্ণাণকুতি। তার টিকিট নাম্বার হলো ৩২৯৫, সিরিজ ২৮৩।
এসএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠি গ্রহণ করেছে ভারত
- ২ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ৩ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৪ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৫ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা