ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বাহরাইনে ভবনধসে আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১০ অক্টোবর ২০১৮

বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি ভবনধসে ২০ জন আহত হয়েছে। ভবনধসের ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশিও আহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ওই ভবনটিতে বাংলাদেশিসহ বহু বিদেশি শ্রমিক বসবাস করতেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, সালমানিয়ায় একটি পুরনো ভবন ধসে পড়েছে। এটি রাজধানী মানামার কাছেই অবস্থিত।

দুইতলা ওই ভবনটিতে বহু বিদেশি শ্রমিক ছিলেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই সেখানে দমকল বাহিনীর ট্রাক এবং অ্যাম্বুলেন্স নিয়ে ৬০ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তথ্যে জানানো হয়েছে, দুইতলায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে ভবনটি ধসে পড়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে।

টিটিএন/পিআর

আরও পড়ুন