ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হাইতিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫, আহত ৩০০

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:০৮ পিএম, ০৯ অক্টোবর ২০১৮

ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র হাইতিতে শনিবার ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে এখন পর্যন্ত ১৫ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া নিহতের সংখ্যা বাড়তে পারে বলে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

ক্যারিবিয়ান দেশগুলোর বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান জেরি চ্যান্ডলার এক সংবাদ সম্মেলনে বলেন, ১৫ জন নিহত ছাড়াও ভূমিকম্পে ৪০টি বাড়ি ধসে পড়েছে এবং আহত হয়েছেন ৩০০ জন।

শনিবার স্থানীয় সময় রাত ৮টা ১১ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে। এটির কেন্দ্র ছিল হাইতির উত্তরাঞ্চলীয় উপকূল পোর্ট-দে-পেইক্সের ১২ মাইল উত্তরপশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৭ দশমিক ৩ মাইল।

উল্লেখ্য, হাইতিতে ভূমিকম্পে নিহত একটা বিপর্যয়ের আকার ধারণ করেছে। ২০১০ সালে দেশটিতে ৭.১ মাত্রার ভূমিকম্পে ৩ লাখের বেশি মানুষ নিহত হয়। এছাড়াও পরসংখ্যান বলছে, দেশটিতে ভূমিকম্পের ফলে বিগত ১০ বছরে সাড়ে ৪ লাখ মানুষ নিহত হয়েছে।

এসএ/জেআইএম

আরও পড়ুন