পাকিস্তানের জনপ্রিয় মডেল আইয়ান আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
পাকিস্তানের জনপ্রিয় মডেল ও গায়িকা আইয়ান আলীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। শনিবার রাওয়ালপিন্ডির একটি বিশেষ আদালত অর্থ চোরাচালান মামলায় তার বিরুদ্ধে এ আদেশ জারি করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিচারক আরশাদ আলি ভুট্টোর সভাপতিত্বে একটি বেঞ্চ মামলার শুনানিতে বলেন, আইয়ান আদালতে হাজির হতে ব্যর্থ হয়েছেন। আগামী ২২ অক্টোবর শুনানির দিন আইয়ানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। এর আগে মামলার স্থগিতাদেশ চেয়ে আইয়ানের আইনজীবী আপিল করলে তা নামঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, ২০১৫ সালে দেশটির শহীদ বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ লাখ ডলারসহ গ্রেফতার করা হয়। পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনবিহীন ওই অর্থ নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এরপর তাকে কারাগারে প্রেরণ করে দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। কিন্তু জামিনে মুক্ত হওয়ার পর থেকে মাঝে মাঝেই তিনি দুবাই যাওয়ার চেষ্টা করলে এ গ্রেফতারি পরোয়ানা জারি করলেন আদালত।
এসএ/জেআইএম