ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নাজিব রাজাকের স্ত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৩ অক্টোবর ২০১৮

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রশমাহ মনসুরকে গ্রেফতার করা হয়েছে। অর্থ পাচারের অভিযোগে বুধবার দেশটির দুর্নীতি দমন সংস্থা তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে বলে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

মালয়েশিয়ার দুর্নীতি দমন সংস্থা এক বিবৃতিতে বলেছে, তারা ৬৬ বছর বয়সী রশমাহকে গ্রেফতার করেছে। অর্থ পাচার বিরোধী আইনের আওতায় আদালতে হাজির করা হবে তাকে। এছাড়াও সাবেক এই ফার্স্ট লেডিকে আরো বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি হতে হবে বলেও জানান তারা।

দেশটির রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবি দুর্নীতির অভিযোগে তিন দফা জিজ্ঞাসাবাদের পর রশমাহকে গ্রেফতার করছে দুর্নীতি দমন সংস্থা। এর আগে গত বুধবার তাকে ১৩ ঘন্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয়।

চলতি বছরের মে মাসে জাতীয় নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কাছে পরাজয়ের পর দেশটিতে ওই দম্পতি নানারকম বিপদের মুখে পড়ে। কর্তৃপক্ষ তাদের দেশত্যাগ করার ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালায়।

এসএ/জেআইএম

আরও পড়ুন