ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে রোবটের হাতে প্রাণ গেল শ্রমিকের

প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৩ আগস্ট ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ এখন বিভিন্ন অসম্ভবকে সম্ভব করেছে। জীবনকে করেছে মসৃণ। এখন পর্যন্ত মানব সমাজের যা অগ্রগতি তা সম্ভব হয়েছে বিজ্ঞান প্রযুক্তি উন্নতির কল্যাণেই। তবে কখনও কখনও প্রযুক্তি প্রাণঘাতীও হতে পারে। এ রকমই একটি প্রাণঘাতী ঘটনা ঘটেছে ভারতের গুরুগাঁওয়ে।

বুধবার ভারতের গুরুগাঁওয়ের মানেসর এলাকায় একটি কারখানায় রোবটের হাতে প্রাণহানি ঘটেছে এক শ্রমিকের। স্থানীয় কর্মকর্তারা জানান, ভুল করে রামজী লাল (২৪) নামের ওই শ্রমিক কারখানায় থাকা রোবটের কাছাকাছি চলে আসেন। ওই সময় স্বয়ংক্রিয় রোবটটি ভারী মেটাল শিট নিয়ে কাজ করছিল। এসময় রোবটটির নিচে চাপা পড়েন রামজী। ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কারখানা সূত্র জানায়, বুধবার কারখানাটিতে মোট ৩৯টি স্বয়ংক্রিয় রোবট ও ৬৩ জন শ্রমিক কাজ করছিলেন।

এসআইএস/পিআর