ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মা হচ্ছেন পাকিস্তানের ফার্স্ট লেডি?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:১৫ পিএম, ০২ অক্টোবর ২০১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী ফার্স্ট লেডি বুশরা ইমরান প্রথম সন্তানের মা হতে যাছেন। দেশটির উর্দু ভাষার দৈনিক ডেইলি উম্মত এক প্রতিবেদনে দাবি করেছে, প্রধানমন্ত্রী ইমরান খান এ বিষয়টিকে পুরোপুরি গোপন রাখতে চাইছেন।

একই সঙ্গে তিনি যথাসময়ে এ ব্যাপারে ঘোষণা দেবেন বলে দাবি করেছে ওই দৈনিক। ডেইলি উম্মতের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জ্যেষ্ঠ এক সাংবাদিক দেশটির জ্যেষ্ঠ এক নেতা বাবা হতে যাচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি এ বিষয়টি পুরোপুরি গোপন রাখছেন।

পাক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করে বলছে, ইমরান খানের সন্তানের মা হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন ফার্স্ট লেডি। সৃষ্টিকর্তা তার সেই ইচ্ছা পূরণ করেছেন।

আরও পড়ুন : আমিরাতে অগ্নিকাণ্ডে নিহত ৮

পাকিস্তানি ওই দৈনিকের খবর যদি সত্যি হয়, তাহলে তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন ইমরান খান। এর আগের ঘরে পাক এই প্রধানমন্ত্রীর সালমান এবং কাসিম নামে দুই সন্তান রয়েছে।

দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ইনসাফের প্রধান ইমরান খান এর আগে দুবার বিয়ে করেছিলেন। তবে শেষ পর্যন্ত স্থায়ী হয়নি তার সংসার জীবন। ১৯৯৫ সালে ব্রিটিশ নাগরিক ও টেলিভিশন সাংবাদিক জেমিমা গোল্ড স্মিথকে বিয়ে করেছিলেন সাবেক এই ক্রিকেট তারকা। তবে সেই সংসার টেকেনি তাদের; ২০০৪ সালে বিচ্ছেদ ঘটে।

পরবর্তীতে ২০১৫ সালে রেহাম খানকে বিয়ে করেন তিনি। এই সংসারও স্থায়ী ছিল মাত্র ১০ মাস। পরে আধ্যাত্মিক পরিবারের মেয়ে বুশরা মানেকাকে বিয়ে করেন।

এসআইএস/বিএ

আরও পড়ুন