ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শর্ত সাপেক্ষে ম্যাগি নুডলসের নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত: ১১:২৯ এএম, ১৩ আগস্ট ২০১৫

শর্ত সাপেক্ষে ছয় সপ্তাহের জন্য নেসলে কোম্পানি উৎপাদিত ম্যাগি নুডলসের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারতের একটি আদালত। একইসঙ্গে এই সময়ের মধ্যে ম্যাগির নমুনা নতুন করে পরীক্ষার নির্দেশও দেয়া হয়েছে।

বৃহস্পতিবার মুম্বাই আদালত এ নির্দেশ দিয়েছে বলে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির তিনটি জাতীয় ল্যাবরেটরিতে ম্যাগি নুডলসের নতুন এই পরীক্ষা হবে। পরীক্ষায় যদি লিডের মাত্রাতিরিক্ত উপস্থিতি ধরা না পড়ে তাহলে নেসলে তাদের  ৯ ধরনের পণ্যই উৎপাদন ও বিক্রির অনুমতি পাবে। এ জন্য আদালত নেসলে ইন্ডিয়াকে ম্যাগিসহ ৯ টি পণ্যের পাঁচটি করে নমুনা দেশের তিনটি ল্যাবে পাঠানোর নির্দেশ দিয়েছে।

সম্প্রতি নমুনা পরীক্ষায় মাত্রাতিরিক্ত সীসা পাওয়া যাওয়ায় ভারতে ম্যাগি নুডলস  বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে মুম্বাই হাইকোর্টে পিটিশন দাখিল করে ম্যাগি প্রস্তুতকারক সংস্থা নেসলে ইন্ডিয়া। এরপর বৃহস্পতিবার মুম্বাই আদালত ম্যাগি নুডলসের ওপর থেকে শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো।

এছাড়া, এর আগে ম্যাগি নুডলসের কাছে দশ কোটি ডলার ক্ষতিপূরণ দাবিতে মামলা দায়ের করে ভারত সরকার।

উল্লেখ্য, ১৯৮৩ সাল থেকে সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলে ভারতে ম্যাগি নুডলস বাজারজাত করে আসছে।

এসআইএস/এমআরআই