ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আফগানিস্তানে নির্বাচনী প্রচারণায় হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ০২ অক্টোবর ২০১৮

আফগানিস্তানে একটি নির্বাচনী প্রচারণায় আত্মঘাতী হামলায় ১৩ জন নিহত এবং আহত হয়েছেন প্রায় ২৫ জন। মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে এ হামলার ঘটনা ঘটে বলে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগানি বলেন, মঙ্গলবার প্রদেশটির রাজধানী জালালাবাদের কামা জেলায় সংসদীয় আসনের প্রার্থী আব্দুল নাসির মোহাম্মদের নির্বাচনী প্রচারণায় অজ্ঞাতনামা এক ব্যক্তি এ হামলা চালায়।

সাঈদ হুমায়ুন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সভায় আব্দুল নাসির বক্তৃতা করছিলেন, হঠাৎ করেই বিকট শব্দে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর মানুষ ভীত হয়ে চারদিকে ছোটাছুটি শুরু করে।’ প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরী বলেন, প্রায় ২০০ জন মানুষ ওই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল।

দেশটির নির্বাচন কমিশনের দেয়া তথ্যমতে, এ হামলায় সংসদীয় নির্বাচনের পাঁচ প্রার্থী নিহত হয়েছেন। এ হামলার পর প্রদেশটিতে সহিংসতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আগামী ২০ অক্টোবর দেশটির সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটিতে নির্বাচন হোক এটা চাচ্ছে না তালেবান এবং ইসলামিক স্টেট (আইএস)। তাই নির্বাচন বানচাল করতে নানাভাবে চেষ্টা করছে তারা। তবে এখনও কোনো সন্ত্রাসীগোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

এসএ/পিআর

আরও পড়ুন