চীনে বিস্ফোরণের ভয়াবহতা (দেখুন ছবিতে)
চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে রাসায়নিক দ্রব্যের গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ শতাধিক মানুষ। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টার দিকে পর পর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিউজ জানায়, বন্দরনগরী তিয়ানজিনের একটি রাসায়নিক দ্রব্যের গুদামে পর পর দুটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তিয়ানজিন শহর থেকে কয়েক কিলোমিটার দূর থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছিল। আশ পাশের বিভিন্ন ভবন এবং বন্দরের শত শত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিস্ফোরণের দৃশ্য দেখুন ছবিতে…
এসআইএস/এমআরআই