ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতকে ট্রাম্প প্রশাসনের আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৪৩ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রের ইরাকের প্রতি আরোপ করা যাবতীয় প্রতিবন্ধকতা বলবৎ থাকলেও ভারতে তেল সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছে ট্রাম্প প্রশাসন। ভারতের সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আভ্যন্তরীণ বৈঠক চলছে।

বলা হয়, নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র ইরানের প্রতি তেল সরবরাহে প্রতিবন্ধকতার কারণে ভারতের তেল সংক্রান্ত বিষয়ে যাতে কোনো সমস্যা না হয় সেই ব্যাপারেই আভ্যন্তরীণ বৈঠক চলছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের অর্থনৈতিক কোনো ক্ষতি যাতে না হয় সে বিষয়ে খেয়াল রাখা হবে।

২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি আগ্রাহ্য করেছিল যুক্তরাষ্ট্র। তবে এ বছর নভেম্বর থেকে তা সম্পূর্ণ রূপে কার্যকর হচ্ছে।
যুক্তরাষ্ট্রে ভারতসহ সব বাকি সব দেশগুলো জ্বালানি তেল ইরান থেকে আমদানি বন্ধ করতে চাচ্ছে।

এদিকে ব্যুরো অব সেন্ট্রাল এশিয়া রিজিয়ান এক বিবৃতিতে জানিয়েছে, এ সিদ্ধান্তে যাতে যুক্তরাষ্ট্র তার সব বন্ধু দেশ অর্থনৈতিক সমস্যায় না পড়ে সে বিষয়ে সম্পূর্ণ রূপে প্রচেষ্টা চালালো হচ্ছে।

আরএস/এমএস

আরও পড়ুন