ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরানকে একঘরে করার আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮

ইরানকে একঘরে করে ফেলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ তৈরির জন্য মূলত ইরান দায়ী। এ সময় দেশটির ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপেরও অঙ্গীকার করেন তিনি।

উল্লেখ্য, গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান এবং বিশ্বের অন্য ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে করা ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেন। চলতি বছরের নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এরপর থেকে দু'দেশের সম্পর্কের অবনতি ঘটতে থাকে।

এসএ/পিআর

আরও পড়ুন