ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জাকির নায়েকের সমালোচনায় মালয়েশিয়ার ধর্মমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:২৬ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮

মালয়েশিয়ার নাগরিকত্ব নিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করা ভারতীয় ধর্ম প্রচারক ড. জাকির নায়েকের কড়া সমালোচনা করেছেন দেশটির ইসলাম বিষয়কমন্ত্রী মুজাহিদ ইউসোফ রাওয়া।

তিনি বলেছেন, ‘ইসলাম প্রচার করতে গিয়ে অন্য ধর্মকে অপমান করার প্রবণতা আছে ভারতীয় মুসলিম প্রচারক ডা. জাকির নায়েকের।
ইসলাম শান্তির ধর্ম, এর প্রচারের জন্য অন্য ধর্মকে অপমান করার কোনো প্রয়োজন নেই।’

মুজাহিদ ইউসোফ আরও বলেন, ‘আগে ইসলাম প্রচারের কাজগুলো সফল হতো। কারণ তখন অন্য ধর্মের মানুষের বিশ্বাসে আঘাত হানা হতো না। অন্য ধর্মকে অপমান না করেও ইসলাম প্রচার করা সম্ভব। অন্য ধর্মকে উপহাস না করে ইসলাম প্রচারের পদ্ধতি এবং বুদ্ধিমত্তা আমাদের অর্জন করতে হবে।’

সম্প্রতি ‘বহুজাতির মানুষের সঙ্গে বসবাসের চ্যালেঞ্জ এবং ইসলাম’ বিষয়ক একটি সেমিনারের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মালেশিয়ার এই মন্ত্রী বলেন, অন্য ধর্মের প্রতি আক্রমণ করা মালয়েশিয়ার আইনকানুন ও রীতিবিরোধী। ইসলাম বিষয়কমন্ত্রী হিসেবে অন্য ধর্মের মানুষের অধিকার রক্ষা করার দায়িত্ব আমার। মালয়েশিয়ায় আশ্রয় নেয়া নায়েকের বিরুদ্ধে তদন্ত করছে ভারতীয় কর্তৃপক্ষ। আমরা অন্যদের সঙ্গে হাস্যকর বিতর্কে জড়াতে চাই না।

এমবিআর/পিআর

আরও পড়ুন