ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

উত্তর-পূর্ব ভারতে ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:২২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি রাজ্যে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ট্যুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯ টা ১৭ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় আসামে। আসামের বারপেটা জেলায় এই কম্পনের উৎপত্তি হয়।

আসামের আবহাওয়া দফতর বলছে, ভূমিকম্পের পর আতঙ্কিত লোকজন বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। প্রথম কম্পনের চার মিনিট পর আবারো মৃদু কম্পন অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জোড়া ভূমিকম্পে বারপেটা ছাড়াও গুয়াহাটি, ডিব্রুগড়, তিনসুকিয়া, কোকরাঝাড়-সহ আসামের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এদিকে, আসাম ছাড়াও মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড ও মনিপুর রাজ্যের বিভিন্ন অংশেও আঘাত হেনেছে ভূমিকম্প।

সূত্র : ইন্ডিয়া।

এসআইএস/পিআর

আরও পড়ুন