ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে পিপিপি পরিষেবাও ফ্রি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৫২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮

স্বাস্থ্য পরিষেবার প্রায় সব কিছু ফ্রি হয়ে গেলেও বাদ ছিল পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেলে চলা প্রকল্পগুলো। এবার সেগুলোকেও ফ্রি করে দেওয়া হলো। এই মর্মে বুধবার (১৯ সেপ্টেম্বর) সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্যভবন।

জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে যে সব সরকারি হাসপাতালে এ যাবত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে চলা বিভিন্ন পরিষেবায় টাকা নেওয়া হতো, সেগুলোর কোনোটাতেই আর টাকা নেওয়া হবে না। অর্থাৎ সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, এমআরআই, পেট স্ক্যান, ডায়ালিসিস ইত্যাদি যাবতীয় পরিষেবাও সম্পূর্ণ ফ্রি হয়ে গেল। ফলে আউটডোরে দুই টাকার টিকিট ছাড়া কোনো ক্ষেত্রেই আর রাজ্য সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে টাকা লাগবে না। তবে পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হলে টাকা লাগবে আগের মতোই।

এনডিএস/এমএস

আরও পড়ুন