ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চলে গেলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮

ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই গুয়াং মারা গেছেন। শুক্রবার সকালে দেশটির একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সে তিনি মারা যান।

দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা কমিশনের কর্মকর্তারা প্রেসিডেন্ট ত্রান দাই গুয়াং এর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তারা জানান শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে ১০৮ সামরিক হাসপাতালে তিনি মারা যান। গত কয়েক মাস ধরে অসুস্থ এ প্রেসিডেন্টকে বাঁচাতে দেশ-বিদেশের অনেক চিকিৎসকদের চেষ্টা স্বতেও শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি।

ত্রান দাই গুয়াং এর জন্ম ১৯৫৬ সালে ১২ অক্টোবর দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ নিন বিনে জন্মগ্রহণ করেন। পুলিশ হিসেবে ক্যারিয়ার শুরু করা ত্রান ২০১১ সালে দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান। এরপর ২০১৬ সালে ভিয়েতনামের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২১ সালে তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো।

এসএ/এমএস

আরও পড়ুন