ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফিলিপাইনে ভূমিধসে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:০৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮

ফিলিপাইনে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। পাহাড়ের কাছাকাছি থাকা বাড়ি-ঘর মাটির নিচে চাপা পড়েছে। অনেকেই ক্ষুদেবার্তা পাঠিয়ে সাহায্য চেয়েছেন। উদ্ধারকর্মীরা বাড়ি-ঘরের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার নাগা শহরের দু'টি প্রত্যন্ত গ্রামে প্রায় ৩০টি বাড়ি-ঘর মাটি চাপা পড়েছে বলে জানিয়েছেন শহরের পুলিশ প্রধান রোদেরিক গোঞ্জালেস।

নাগা শহরের মেয়র ক্রিসটিন ভ্যানেসা চিয়ং জানিয়েছেন, কমপক্ষে ৬৪ জন এখনও নিখোঁজ রয়েছে। ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

Philippine

ভূমিধস আঘাত হানার পর বেশ কয়েকজন তাদের মোবাইল থেকে সাহায্য চেয়ে ক্ষুদেবার্তা পাঠাতে পেরেছেন বলে উল্লেখ করেছেন গোঞ্জালেস। তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে বয়স্ক এক নারী এবং এক শিশুও রয়েছে।

কয়েকদিন আগেই আঘাত হেনেছে টাইফুন মাংখুট। এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে ভূমিধসের আঘাতে প্রাণহানির ঘটনা ঘটল ফিলিপাইনে। গত শনিবার টাইফুনের আঘাতে এখন পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ৬০ জন।

টিটিএন/এমএস

আরও পড়ুন