চীনে ভূমিধস : নিখোঁজ ৪০
চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের শাংলুও নগরে ভূমিধসে ৪০ জন নিখোঁজ হয়েছে। মঙ্গলবার মধ্যরাতের পর একটি খনি কোম্পানির আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। খবর এএফপির।
ওই নগরের স্থানীয় সরকারি সূত্র জানায়, ভূমিধসে খনির কর্মীদের থাকার ১৫টি ডরমিটরি (থাকার বড় ঘর) ও তিনটি আবাসিক ভবন মাটিতে দেবে যায়।
ভূমিধসে আহত এক ব্যক্তি বলেন, ভারী বর্ষণের কারণে উদ্ধার অভিযানে বাধাগ্রস্ত হচ্ছে।
এছাড়া দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, চীনে বর্তমান বর্ষা মৌসুম চলায় খারাপ আবহাওয়া বিরাজ করছে।
আরএস/এমএস