ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় পা রাখলেন মুন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮

উত্তর কোরিয়ায় পা রেখেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ্যা ইন। সেখানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন তিনি। দুই নেতা কোরীয় দ্বীপে পরমাণু নিরস্ত্রিকরণের বিষয়ে আলোচনা করবেন।

তিনদিনের সফরে মঙ্গলবার সকালে পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন প্রেসিডেন্ট মুন জ্যা ইন। সে সময় তার সঙ্গে তার স্ত্রী কিম জাং সুকও ছিলেন।

চলতি বছরের শুরু থেকেই দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নজিরবিহীন পথ অবলম্বণ করেছে উত্তর কোরিয়া। আর এ কাজে মধ্যস্ততাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দক্ষিণ কোরিয়া।

তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার পর উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্কের কিছুটা উন্নতি হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও কিছুটা দ্বন্দ্ব রয়েই গেছে।

মঙ্গলবার সকালে পিয়ংইয়ংয়ের বিমান বন্দরের মুন জ্যা ইন এবং তার স্ত্রীকে স্বাগত জানান কিম জং উন এবং তার স্ত্রী রি সোল জু।

এক দশকের মধ্যে দক্ষিণ কোরিয়ার কোন নেতার এটাই প্রথম উত্তর কোরিয়া সফর। চলতি বছরের এপ্রিলে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমন্তবন্তী অঞ্চলে কিম এবং মুনের ঐতিহাসিক বৈঠকের পর এ নিয়ে তৃতীয়বারের মতো বৈঠকে বসছেন তারা।

টিটিএন/পিআর

আরও পড়ুন