বন্ধুর বিয়েতে পেট্রল উপহার!
বিয়েতে সাধারণত শাড়ি, গয়না, গৃহাস্থলী সামগ্রী, নগদ টাকা ইত্যাদি উপহার হিসেবে দেয়া হয়ে থাকে। কিন্তু এসবের বাইরে গিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের তামিলনাডু প্রদেশের এক বাসিন্দা।
তামিলনাডুর কুল্লাডোরে এক বন্ধুর বিয়েতে উপহার হিসেবে পাঁচ লিটার পেট্রল এনে সবাইকে অবাক করে দেন তিনি।
নিজের স্বামীর বন্ধুর হাত থেকে এই উপহার দেখে প্রথমে হকচকিয়ে যান নববধূ। তবে তার বরও যে বন্ধুর উপহার দেখে অবাক হয়ে যাননি এমনটা ভাবার কোনো কারণ নেই।
এ ঘটনায় মুহূর্তেই পুরো বাড়িতে কানাঘুষা হয়ে যায়। এমন অভিনব উপহারের জেরে ভরা বিয়েবাড়িতে ওঠে হাসির রোল।
উল্লেখ্য, ভারতের বাজারে দিন দিন বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের দাম। জ্বালানির ঊর্ধ্বমুখী দরের সঙ্গে সামাল দিতে গিয়ে নাভিশ্বাস আমজনতার।
বন্ধুর বিয়েতে পাঁচ লিটার পেট্রল উপহার দুর্মূল্যের বাজারে এর চেয়ে ভালো উপহার আর কী বা হতে পারে?
বিএ