সৌদি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেন
সৌদি আরবের আরও একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট। রোববার সীমান্তবর্তী জিযান প্রদেশের জারাহ উপত্যকায় ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়। এটি ইয়েমেন সীমান্তে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল। ইয়েমেনের আরবি টিভি চ্যানেল আল মাসিরা এ তথ্য জানিয়েছে।
এর আগে শনিবার বিকেলে ‘জাবাল আদ্দাউদ’ এলাকায় গুলি করে আরেকটি ড্রোন ভূপাতিত করে ইয়েমেনি বাহিনী। গত তিন বছরে ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের প্রায় দুই ডজন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের সহযোগিতায় ২০১৫ সালের মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা শুরু করে সৌদি আরব। তাদের হামলায় এ পর্যন্ত শিশুসহ ১৪ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছেন। সম্প্রতি শিশুদের বহনকারী একটি বাসে হামলা চালিয়ে স্কুলগামী বহু শিশুকে হত্যা করেছে সৌদি বাহিনী।
টিটিএন/পিআর