দুই সাংবাদিকের কারাদণ্ডের প্রতিবাদে মিয়ানমারে বিক্ষোভ
মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রোববার দেশটির সবচেয়ে রড় শহর ইয়াঙ্গুনের প্রাণকেন্দ্রে শতাধিক কলেজ শিক্ষার্থী শান্তিপূর্ণ অবস্থান নিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে। এ সময় বিক্ষোভকারীরা আদালতের রায়ের নিন্দা জানিয়ে স্লোগান দেয়। এতে মানবাধিকারকর্মী ও সাংবাদিকরাও অংশ নেন। বিক্ষোভ কর্মসূচি থেকে ওই দুই সাংবাদিকের ছবিসহ কালো বেলুন আকাশে উড়িয়ে দেয়া হয়।
রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর নির্যাতনের ঘটনার অনুসন্ধান করতে গিয়ে রাষ্ট্রীয় গোপন নথি সংগ্রহের অভিযোগে রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন এবং কিওয়া সো উকে গত বছরের ডিসেম্বর মাসে গ্রেফতার করা হয়। তারা দু’জনই মিয়ানমারের নাগরিক।
এর আগে ইয়াংগুন শহরের উপকণ্ঠে এক রেস্তোরাঁয় পুলিশের নিমন্ত্রণে রাতের খাবার আয়োজনে তাদের ডেকে নেয়া হয়। সেখানে দুই পুলিশ অফিসার তাদের সঙ্গে সাক্ষাৎ করে কিছু নথিপত্র তুলে দেন। পুলিশের কাছ থেকে নথি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা গ্রেফতার হন।
এরপর তাদের বিরুদ্ধে মামলা দায়ের হলে বিষয়টা মিয়ানমারের গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে। শুরু থেকেই এ দুই সাংবাদিক বলে আসছেন তাদের ফাঁদে ফেলা হয়েছে।
পরে গত ২ সেপ্টেম্বর ওই মামলায় দুই সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ডে দেয়া হয়।
এমবিআর/জেআইএম