ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কলকাতায় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:২২ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮

কলকাতার বাগরি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত আড়াইটার দিকে আগুন লাগে। দমকল ও পুলিশ সূত্র জানিয়েছে, দমকলের ৩০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। এখনও পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।

মার্কেটে দাহ্যবস্তু মজুত থাকার ফলে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। মার্কেটের ভেতর কেউ আটকেও নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব রকম চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের জেরে ভেঙে পড়তে থাকে বাড়ির একাধিক কাচ। মাঝে মাঝে মার্কেটের ভিতর থেকে বিকট শব্দও শোনা যাচ্ছে। যদিও, আগুনের জেরে প্রাণহানির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। মেয়র জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা সম্ভব।

এ বিষয়ে তদন্ত শুরু হবে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টশার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়েই ঘটনা পৌঁছান মেয়র শোভন চট্টোপাধ্যায়, পুলিশ কমিশনারসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্কেটের ভেতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। ছিল ওষুধ তৈরির রাসায়নিকও। দমকল কর্মীদের ধারণা, দাহ্য পদার্থ মজুত থাকার কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। পূজার আগেই এ ধরনের আগুনে বড়সড় ক্ষতির মুখে রয়েছেন ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে, কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

টিটিএন/এমএস

আরও পড়ুন