এরদোয়ানকে বিলাসবহুল বিমান উপহার কাতার আমিরের
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে একটি বিলাসবহুল বিমান উপহার দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে ব্যয়বহুল ব্যক্তিগত বিমান ৩৮৬ মিলিয়ন ডলার ব্যয়ে কেনা হয়েছে ফ্রান্স থেকে।
বোয়িং ৭৪৭-৮ এ বিমানটিতে রয়েছে বিশাল আকারের অভ্যর্থনা কক্ষ, বোর্ডরুম, লাউঞ্জ, প্রথম শ্রেণির বসার জায়গা, নিজস্ব হাসপাতাল, প্যানাসনিকের তৈরি শক্তিশালী এন্টারটেইনমেন্ট সিস্টেম, ক্যামেরা ও নিরাপত্তাব্যবস্থা।
আরও পড়ুন : কেএফসির ফাস্ট ফুডে মুরগির ‘কাঁচা হৃৎপিণ্ড’
তুরস্কর স্থানীয় সংবাদমাধ্যম ইয়ানি শাফাকের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরদোয়ানকে উপহার দেয়া বিমানটি ইতোমধ্যে ইস্তাম্বুলের সাহিবা গকচেন বিমানবন্দরে পৌঁছেছে।
বিমানটিতে একসঙ্গে ৭৬ যাত্রী ও ১৮ ক্রু সদস্যসহ ৯৪ জন আরোহী ভ্রমণ করতে পারবেন। এর আগে বোয়িং ৭৪৭-৮ বিমানটি কাতারের আমিরের ফ্লাইটের সঙ্গে সংযুক্ত ছিল। এই ভিআইপি বিমানগুলো কাতারের রাজপরিবারের সদস্য এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা ব্যবহার করেন।
সূত্র : সিনহুয়া।
এসআইএস/জেআইএম