ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:০৪ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮

ভারতের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন বিচারপতি রঞ্জন গগৈ। ৩ অক্টোবর থেকে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন তিনি। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দেশের ৪৬তম প্রধান বিচারপতির নিয়োগপত্রে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর বিরুদ্ধে যে চারজন বিচারপতি বিদ্রোহ করেছিলেন, রঞ্জন গগৈ তাদের মধ্যে একজন।

এক সপ্তাহ আগেই অব্যাহতি চেয়ে বিচারপতি রঞ্জন গগৈর নাম উত্তরসূরি হিসেবে সরকারের কাছে প্রস্তাব করেছিলেন বর্তমান প্রধান বিচারপতি দীপক মিশ্র। ২ অক্টোবর তার শেষ কর্ম দিবস। তবে ওই দিন জাতীয় ছুটির দিন হওয়ায়, ১ অক্টোবরই অবসর নিচ্ছেন বিচারপতি দীপক মিশ্র।

২০১২ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি পদের দায়িত্ব নেন রঞ্জন গগৈ। মৃদুভাষী ও কড়া আইনজীবী হিসেবেই পরিচিত তিনি। ২০১৯ সালে নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি পদে মেয়াদ থাকছে রঞ্জন গগৈর।

এনডিএস/এমএস

আরও পড়ুন