ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কয়েক দফা গ্যাস বিস্ফোরণ-অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:০২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রে কয়েক দফা গ্যাস বিস্ফোরণের ঘটনায় একজন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছে। দেশটির ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ বলছে, বেশ কিছু বাড়িতে অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাছাড়া ওই এলাকার শত শত মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও পরবর্তী দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান মাইকেল ম্যানসফিল্ড এই ভয়াবহ বিস্ফোরণকে ‘ধ্বংসাত্মক ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি প্রায় ৩৯ বছর ধরে ফায়ার সার্ভিসে কাজ করছি। আমার পুরো কর্মজীবনে কখনোই এরকম কোনো ঘটনা আমি দেখিনি।

কর্মকর্তারা বলছেন, বোস্টন থেকে ৪৫ কিলোমিটার দূরের শহর লরেন্সে, অ্যান্ডোভার এবং উত্তর অ্যান্ডোভারের বেশ কিছু বাড়ি-ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে ৬০ থেকে ৮০ বার অগ্নিকাণ্ড এবং কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

টিটিএন/এমএস

আরও পড়ুন