ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আবারো ভূকম্পনে কাঁপলো নেপাল

প্রকাশিত: ১১:৫৩ এএম, ১১ আগস্ট ২০১৫

ভূমিকম্পে আবারো কেঁপে উঠেছে নেপাল। স্থানীয় সময় মঙ্গলবার সকালে নতুন করে এই কম্পন অনুভূত হয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলে দেশটিতে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে সাড়ে আট হাজার মানুষের প্রাণহানি ঘটে।
 
মঙ্গলবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে সোমবারও নেপালে ৪ দশমিক ৯ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এছাড়া সোমবার আফগানিস্তানে ৫ দশমিক ৭ মাত্রার ভূকম্পন হয়। ভারত ও পাকিস্তানেও এর প্রভাব পড়ে।

নেপাল ও ভারতে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সম্প্রতি বিজ্ঞানীরা সতর্ক করেছেন।

এসআইএস/আরআইপি