জাপানে পুনরায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু
বিপর্যয়ের চার বছর পর জাপানে আবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়েছে। নতুন নিরাপত্তা আইন পাসের পর মঙ্গলবার প্রথমবারের মত কিয়ুশু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হলো।
এদিকে দেশটিতে সাধারণ নাগরিকরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর তীব্র বিরোধিতা করছে। নতুন ওই কেন্দ্রের বাইরে ও প্রধানমন্ত্রী শিনজো আবের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে তারা।
২০১১ সালে ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমা পরমাণু কেন্দ্রে চরম বিপর্যয় দেখা দেয়। এরপর দেশের সবকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। নতুন নিরাপত্তা আইন পাসের পর কিয়ুশু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হলো। দেশটিতে মোট ২৫টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে সরকার।
কিয়ুশু বিদ্যুৎ কেন্দ্রের মুখপাত্র টমোমিতসু সাকাটা বলেন, কোন সমস্যা ছাড়াই চুল্লিটি চালু হয়েছে। এটি পূর্ণাঙ্গভাবে চালু হতে ২৪ ঘণ্টা সময় লাগবে এবং শুক্রবারের মধ্যে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী আবে বলেন, চুল্লিটি বিশ্বের কঠিনতম নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
সব কটি পারমাণবিক কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর জ্বালানির জন্য আমদানিকৃত জীবাশ্মের ওপর নির্ভর করছে জাপান। সরকার বলছে, আমদানি ব্যয় ও বর্তমান কার্বন নি:সরণ হ্রাসে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবশ্যই পুনরায় চালু করতে হবে।
উল্লেখ্য, ২০১১ সালের ১১ মার্চ দেশটির ফুকুশিমায় ভয়াবহ সুনামি ও ভূমিকম্প আঘাত হানে। চরম বিপর্যয় নেমে আসে জাপানে। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওই বিপর্যয়ে ১ হাজার ২৩২ জনের প্রাণহানি ঘটে। এরপর সরকার দেশটির সবকটি সব কটি পারমাণবিক কেন্দ্র বন্ধ করে দেয়।
এসআইএস/আরআইপি