ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৩৮ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৮

ভারতের উত্তরাঞ্চল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল আসাম। সেখানে ৫ দশমিক ৩ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় ১০টা ৫০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতা‌ত্ত্বিক জ‌রিপ সংস্থা (ইউএস‌জিএস) জা‌নি‌য়ে‌ছে, রিখটার স্কে‌লে ভূ‌মিক‌ম্পের মাত্রা ছিল ৫ দশ‌মিক ৩। এর কেন্দ্র‌ ভার‌তের আসা‌মের সপ্তগ্রাম থে‌কে ৭ কি‌লো‌মিটার উত্তর পূ‌র্বে। এর গভীরতা ১০ কি‌লো‌মিটার।

প্রাথমিক খবরে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৪ বলে জানানো হয়। বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি।

বুধবার সকালে জম্মু-কাশ্মির এবং হরিয়ানায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। হরিয়ানার ঝাজ্জারে ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। অপরদিকে জম্মু-কাশ্মিরে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং এবং বিহারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ২৫ থেকে ৩০ সেকেন্ড সময় পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে আসে।

টিটিএন/পিআর

আরও পড়ুন