ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মিয়ানমার তিন হাজার বন্দিকে মুক্তি দেবে

প্রকাশিত: ০৮:৪২ এএম, ০৮ অক্টোবর ২০১৪

মিয়ানমার সরকার আরও তিন হাজার বন্দিকে মুক্তি দেবে। তথ্যমন্ত্রী ইউ ই হতুত তাঁর ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। প্রেসিডেন্ট থেইন সেইন তাদের ক্ষমা করেছেন বলে জানান তিনি।

এবার যেসব বন্দিকে মুক্তি দেওয়া হবে তাঁদের অনেকেই সেনাবাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তা। এছাড়া যাঁরা মুক্তি পাবেন তাঁরা বড় কোনো অপরাধের সঙ্গে জড়িত নন।

প্রসঙ্গত, সংস্কারের অংশ হিসেবে মিয়ানমার সরকার সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু রাজবন্দিকে মুক্তি দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এখনও অনেক লোক বন্দি আছে। তবে তারা তার সঠিক সংখ্যা নিশ্চিত করে বলতে পারেনি।

সাবেক সেনাপ্রধান জেনারেল থেইন সেইন ২০১০ সালে একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন। যদিও বলা হয়, বেসামরিক সরকারের লেবাসে আসলে সামরিক সরকারই দেশটির ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর সকল রাজবন্দিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন থেইন সরকর।

এছাড়া গত চার বছরে দেশটিতে গণমাধ্যমের ওপর থেকেও অনেক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোও তাদের কর্মসূচি পালন করছে। মিয়ানমার সরকারের এসব উদ্যোগের কারণে আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা অনেকটা শিথিল করেছে। সূত্র : বিবিসি।