সোমালিয়ায় সরকারি ভবনে আত্মঘাতী হামলা
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি সরকারি ভবনে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছে। সোমবার ওই হামলা চালানো হয়েছে বলে সোমালিয়ার পুলিশ এবং উদ্ধার কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দে বিস্ফোরণ এবং গোলাগুলির পর শহরের আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
সোমবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর মোহাম্মদ নূর বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, মোগাদিসুর হোদান জেলার একটি সরকারি ভবনে একটি আত্মঘাতী গাড়ি ভেতরে ঢুকে বোমা বিস্ফোরণ ঘটায়। সেখানে হতাহতের ঘটনা ঘটলেও সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
শহরের আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের তরফ থেকে জানানো হয়েছে, তাদের অ্যাম্বুলেন্সে করে ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবিতে দেখা গেছে, হোদান জেলার ওই ভবনের একটি দেয়াল বিস্ফোরণের পর ধ্বংস হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী হুসাইন ওসমান বলেন, একটি দ্রুতগতির গাড়ি অফিসের ভেতর ঢুকে পড়ে।
তিনি আরো বলেন, আমি পালিয়ে গিয়ে দূর থেকে দেখি ভবনটি পুরো ধ্বংস হয়ে গেছে। আমি আহতদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখেছি কিন্তু ঠিক কতজন মারা গেছে সেটা জানি না। আমি পাঁচজনকে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে দেখেছি। তবে এখনও পর্যন্ত সোমবারের ওই হামলার দায় কেউ স্বীকার করেনি।
টিটিএন/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার