সুইডেনে কে গঠন করছে সরকার?
সুইডেনের সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল অনুযায়ী কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই অভিাবাসনবিরোধী সুইডেন ডেমোক্র্যাট পার্টির সমর্থন ছাড়া দেশটিতে কোন দল সরকার গঠন করতে যাচ্ছে এটাই এখন দেখার বিষয়।
সু্ইডেনের আইনসভা রিক্সড্যাগের ৩৪৯ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে দলগুলো। মোট আসনের অর্ধেকের ভোট গণনার ফলাফল অনুযায়ী, আগামী সংসদে দলগুলোর আসনসংখ্যা হবে নিম্নরুপ।
দেশটির কেন্দ্রীয় বামপন্থী জোট ১৪৪টি আসন। এর মধ্যে সোশ্যাল ডেমোক্র্যাট ১০১, গ্রীন পার্টি ১৫ এবং বামপন্থি দল ২৮টি আসন। এছাড়া কেন্দ্রীয় ডানপন্থী জোট ১৪৩টি আসন। এর মধ্যে মডারেটস ৭০, সেন্টার পার্টি ৩১, লিবারেলস ১৯ এবং ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ২৩টি আসন। আর নির্বাচনের আগে জনমত জরিপে এগিয়ে থাকা সুইডেন ডেমোক্র্যাট ৬২টি আসন।
রোববার সুইডেনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনের প্রাথমিক ফলাফলে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কারা সরকার গঠন করতে চলেছে তা নিয়ে নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে।
টিটিএন/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার