যৌন নিপীড়নের অভিযোগে সিবিএস প্রধানের পদত্যাগ
যৌন নিপীড়নের অভিযোগ প্রকাশ্যে আসার পর মার্কিন সিবিএস টেলিভিশনের প্রধান লেস মুনভেস পদত্যাগ করেছেন। তাৎক্ষণিকভাবে তার এই পদত্যাগ কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী টেলিভিশন সিবিএসে দীর্ঘদিন ধরেই প্রধান নির্বাহী ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মুনভেস।
গত জুলাই মাসে নিউ ইয়র্কার ম্যাগাজিনে লেস মুনভেসের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী যৌন নিপীড়নের অভিযোগ আনেন। এসব অভিযোগ প্রকাশিত হওয়ায় এ বিষয়ে তদন্ত শুরু করে সিবিএস কর্তৃপক্ষ। রোববার নতুন করে আরও ছয় নারী যৌন নিপীড়নের বিষয়ে মুখ খোলার পর বাধ্য হয়েই পদত্যাগ করলেন মুনভেস।
তবে ৬৮ বছর বয়সী মুনভেস তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। সিবিএসের তরফ থেকে বলা হয়েছে, তাদের কোম্পানি এবং মুনভেস মি টু মুভমেন্টে দুই কোটি ডলার অনুদান দেবেন।
রোববার সিবিএসের তরফ থেকে বলা হয়েছে, কোম্পানির চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মুনভেস। এই প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। তার পরিবর্তে সিবিএসের প্রেসিডেন্ট এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেবেন জোসেফ ল্যানিয়েলো।
রোববার এক বিবৃতিতে মুনভেস বলেন, এমন সব মিথ্যা অভিযোগ আনা হয়েছে যা আমার ব্যক্তিজীবনের সঙ্গে যায় না।
টিটিএন/জেআইএম