ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিংহ তো নয় যেন বিড়াল একটা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৮

আপনি কোথাও দাঁড়িয়ে আছে আর হঠাৎ একটা সিংহ আপনার পাশে এসে দাঁড়াল। আপনাকে ভালো লেগে গেল সিংহটার। তাই এবার আপনার কোলে উঠে পড়ার উপক্রম। ভালো লাগা প্রকাশে চাঁটা শুরু করল আপনার শরীর। এ পরিস্থিতিতে আপনার রক্তচাপ কোথায় পৌঁছাবে? জানে পানি থাকবে?

না-ই থাকতে পারে। সেরকম এক দৃশ্য ক্যামেরায় ধারণা করেছে ক্রিমিয়ার টাইগান সাফারি পার্ক কর্তৃপক্ষ। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সাফারি গাড়িতে উঠে বসে পড়েছে বিশাল এক সিংহ।

কয়েক সপ্তাহ আগে ওই পার্কেই এক নারীর ওপর ঝাঁপিয়ে পড়েছিল একটা সিংহ।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটা পার্কের মালিক ওলেগ জুবকোভই চালিয়ে যাচ্ছিলেন। ওই ব্যক্তি ‘লায়ন হুইস্পার’ নামেও পরিচিত।

গাড়িতে যে ক’জন ছিলেন তাদরে সিংহটিকে শান্ত করে পোষ মানাতে দেখে হাসলেও এক নারীকে ভয় পেয়ে গাড়ির বাইরে বেরিয়ে যেতে দেখা গেছে।

তবে সিংহটা এমনভাবে মানুষের গা ঘেঁষে ঘুরছিল দেখে মনে হচ্ছিল সিংহ নয় যেন একটা বিড়াল ঘুরছে এভাবে।

শনিবার ইন্টারনেটে ভিডিওটা শেয়ার হওয়ার পর থেকে প্রায় চার লাখের বেশি মানুষ ভিডিওটা দেখেছেন এবং কয়েকশো মানুষ সেখানে কমেন্ট করেছেন।

টাইগান সাফারি পার্কে অনেক কাছ থেকে সিংহ দেখতে দেয়া হয়, তাই পার্কটি অত্যন্ত বিখ্যাত।

এনএফ/এমএস

আরও পড়ুন