ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ফ্লাইওভার ধসে নিহত ১, আহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

কলকাতায় একটি ফ্লাইওভার ধসে পড়ে অন্তত একজন নিহত ও ধ্বংসাবশেষের নিচে আটকা পড়া ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে কলকাতার মাঝেরহাটে ধসে পড়া এ সেতুর নিচে বেশ কিছু গাড়ি চাপা পড়ায় হতাহতের ঘটনা ঘটেছে।

ভেঙে পড়া এই ফ্লাইওভার গত মাসে তিনদিন ধরে মেরামত করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সঙ্গে উদ্ধারকাজে যোগ দেয় দেশটির সেনাবাহিনী। কলকাতার এ সেতুধসের ঘটনায় শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

southeast

আরও পড়ুন : ভারতে ভেঙে পড়ল উড়ালসেতু, বহু হতাহতের আশঙ্কা

এদিকে, সেতু ধসের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায় দায়ী করেছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। দার্জিলিং সফরে থাকা মমতাকে উদ্দেশ করে বিজেপি বলছে, দায়িত্ব সঠিকভাবে পালন না করায় এই দুর্ঘটনা ছিল অনিবার্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মাঝেরহাট সেতুর ধ্বংসাবশেষের নিচে বেশ কিছু গাড়ি আটকা রয়েছে।

মমতা বলেন, ‘আমরা প্রতিনিয়ত পরিস্থিতির ওপর নজর রাখছি। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি; যাতে সবকিছুই উঠে আসবে। এছাড়া যারা আটকা পড়েছেন তাদের উদ্ধারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এসআইএস/এমএস

আরও পড়ুন