পুলিশকে ফেসবুকের পাসওয়ার্ড না দেয়ায় কারাদণ্ড
পুলিশের কাছে নিজের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড না বলতে চাওয়ায় যুক্তরাজ্যে এক ব্যক্তির ১৪ মাসের কারাদণ্ড হয়েছে। স্টিফেন নিকোলসন নামে ওই ব্যক্তি ১৩ বছরের এক কিশোরীর খুনের ঘটনায় অন্যতম সন্দেহভাজন।
পুলিশ বলছে, গত ২৬ জুলাই ছুরিকাঘাতে মৃত্যু হয় লুসি ম্যাকহাগ নামে এক কিশোরীর। লুসির মৃত্যুতে অন্যতম সন্দেহভাজন হিসেবে উঠে আসে স্টিফেনের নাম।
যুক্তরাজ্যের আইন অনুযায়ী, তদন্তকারীরা যদি মনে করেন, কোনো অপরাধের তদন্তের জন্য অভিযুক্ত ব্যক্তির সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রের পাসওয়ার্ড প্রয়োজন, তা হলে অভিযুক্তকে তা দিতেই হবে। পাসওয়ার্ড না দিলে কারাদণ্ডের বিধানও রয়েছে।
এ ক্ষেত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুলিশকে জানাতে চাননি স্টিফেন। পুলিশের বক্তব্য, তিনি ওই পাসওয়ার্ডটি জানালে কিশোরী খুন সংক্রান্ত অনেক তথ্যই তাদের হাতে চলে আসতে পারতো।
একটি ব্রিটিশ আইনি পরামর্শদাতা সংস্থা বলছে, অনেক ক্ষেত্রেই গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা লঘু সাজা পাওয়ার জন্য আরআইপিএ-তে অভিযুক্ত হওয়ার পরও নিজের ব্যক্তিগত পাসওয়ার্ড পুলিশকে জানাতে চান না। কারণ ওই পাসওয়ার্ড থেকে পাওয়া তথ্য পুলিশের হাতে গেলে আরও গুরুতর অপরাধে অভিযুক্ত হওয়ার আশঙ্কা থাকে। এই মামলায় স্টিফেনের বিরুদ্ধে অন্য ধারায় অভিযোগ আনা যায় কি না, তা আগামী অক্টোবরের শুনানিতে স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা