চা বিক্রি করে বন্যার্তদের ত্রাণ
শতাব্দীর ভয়াবহতম বন্যা এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারতের কেরালা। বন্যার্তদের ত্রাণের জন্য সাহায্য আসছে নানাভাবে।
এরইমধ্যে বন্যা দুর্গতদের সাহায্যার্থে ৫১ হাজার টাকা তুলেছে মহারাষ্ট্রের লাতুরের এক স্কুলের শিক্ষার্থীরা।
ইতোমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের হাতে ওই টাকার চেক তুলেও দেয়া হয়েছে।
শিক্ষার্থীদের সিদ্ধান্ত ছিল বন্যার্তদের পাশে দাঁড়াতে তারা একটি চায়ের দোকান খুলবে ও চা বেচে ওঠা টাকা পাঠাবে ত্রাণে।
মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।
এনএফ/এমএস