ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গোপন ডেরায় সন্তানের জন্ম দিলেন দুই বিজেপি নেত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:০৫ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৮

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে তারা জয়ী হয়েছিলেন। কিন্তু বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে অন্তঃসত্ত্বা হওয়ার পরও থাকতে পারেননি নিজেদের ভিটে-মাটিতে। অবশেষে ঝাড়খণ্ডের গোপন এক ডেরায় সন্তানের জন্ম দিলেন রক্তসিক্ত পঞ্চায়েত নির্বাচনে জয়ী দুই বিজেপি প্রার্থী।

কলকাতাটুয়েন্টিফোরের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। তবে প্রতিবেদনে ওই দুই বিজেপি প্রার্থীর নাম উল্লেখ করা হয়নি।

পঞ্চায়েত নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই বিজেপির প্রায় আড়াই হাজার কর্মী ঘরছাড়া। জীবন বাঁচাতে তারা আত্মগোপনে রয়েছেন। কিন্তু তারা সকলেই নির্বাচনে জয়ী।

পরিস্থিতি সামাল দিতে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে রাজ্য বিজেপির তরফ থেকে। পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে নিরাপত্তা দিয়ে ফেরত আনা হচ্ছে ওই প্রার্থীদের। তারপরই তারা বোর্ড গঠনে অংশ নিচ্ছেন।

এ বছরের পঞ্চায়েত নির্বাচনে ৩৪ শতাংশ (যা প্রায় ২০ হাজারেরও বেশি) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাকি আসনে বোর্ড গঠন হলেও ওই আসলগুলোতে বোর্ড গঠন ঝুলেই ছিল। সর্বোচ্চ আদালতের রায়ে অতি সম্প্রতি সেই আসনগুলোতে বোর্ড গঠন শুরু হলেও হানাহানি চলছেই।

রাজ্য বিজেপি পর্যবেক্ষণ করেছে, সে সময় পঞ্চায়েতে বোর্ড গঠন হয়নি, সেই সময় তাদের জয়ী প্রার্থীদের একাংশ নিজেদের বাড়িতে থাকলে মৃত্যু বা অপহরণের আশঙ্কা থেকেই যাচ্ছে। কেউ কেউ টাকার টোপ কিংবা হুমকি পেতে পারেন। নারী-পুরুষ নির্বিশেষে ওই প্রার্থীদের বাড়ি থেকে সরানোই মঙ্গল।

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘পাশের বিহার, ঝাড়খন্ড, আসাম সরকারের সহযোগিতায় ওই আড়াই হাজার জয়ী প্রার্থীকে বিভিন্ন গোপন ডেরায় পাঠিয়ে দেয়া হয়৷ প্রতিবেশি রাজ্যের সরকার তাদের দায়িত্ব নিয়ে রেখে দেয় ওই গোপন আস্তানায়। ঝাড়খন্ডের এমনই এক গোপন ডেরায় জন্ম হয় দুই শিশুর।’

এনএফ/এমএস

আরও পড়ুন