ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সাড়ে ৩ হাজার বছর পরেও অবিকল দেহ!

প্রকাশিত: ০৯:২৫ পিএম, ০৯ আগস্ট ২০১৫

মিশর দেশটিতে অনেক মমি রয়েছে। তবে এমনও মমি রয়েছে যেগুলো প্রায় তিন হাজার বছর আগের তবু সেগুলোর কিছু অঙ্গ-প্রতঙ্গ অবিকল রয়ে গেছে। এ কারণে প্রাচীন মিশর সর্বদাই গবেষকদের কাছে বিস্ময়।

এবার গবেষকদের চোখ কপালে তুলেছে এ রকম দু`টি মমি। সাড়ে তিন হাজার বছর পরেও এই মমিগুলোর প্রত্যেকটি অঙ্গ-প্রতঙ্গ অবিকৃত। অক্ষত রয়েছে চোখের মণি, যৌনাঙ্গও। কোন রসায়নে এটা সম্ভব? তারই উত্তর খুঁজছেন গবেষকরা।

গবেষকরা জানাচ্ছেন, ওয়াশিংটনের জাদুঘরের এই দু`টি মমি খ্রিস্টপূর্ব অষ্টাদশ শতকের মিশরীয় ভাস্কর খা ও তাঁর স্ত্রী মেরিটের। খা ছিলেন রাজপরিবারের ভাস্কর। তাদের আত্মীয়রা খুব ধনী হলেও মৃত্যুর সময় দু`জনকে খুব সাধারণ মমি তৈরি করে কবর দেওয়া হয়।

কিন্তু এমন কিছু রাসায়নিক তাদের দেহে মাখানো হয়েছিল, যে সাড়ে তিন হাজার বছর পরেও শরীরের প্রত্যেকটি অঙ্গ-প্রতঙ্গ অবিকৃত রয়েছে।

গবেষকরা বলছেন, মমি দু`টির ব্রেন, যৌনাঙ্গ, চোখের মণি, স্নায়ু ও কিছু পেশি এখনো অক্ষত। সবই আলাদা জারে রাসায়নিক মাখিয়ে সংরক্ষণ করা রয়েছে মমির ভিতর।

এক্স রে করে দেখা গেছে, অসাধারণ বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা হয়েছিল অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ইনসেক্টিসিডাল রসায়ন। এমন রয়াসন বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরাও তৈরি করতে পারেননি।

বিএ