ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হুয়াওয়ের প্রতারণা : ক্যামেরায় ছবি তুলে দাবি ফোনের সেলফি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২৫ আগস্ট ২০১৮

স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ের নোভা-৩ ফোনের একটি বিজ্ঞাপনের ছবির শুটিংয়ে ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতে দেখা যায়। কিন্তু এই ক্যামেরায় ধারণ করা ছবিকে এডিট করে নোভার সেলফি বলে চালাতে গিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে স্মার্টফোনের এই ব্র্যান্ড।

অদ্ভূত এই কাণ্ড ঘটিয়ে বিজ্ঞাপন প্রচার করতে গিয়ে আসল কাহিনী ফাঁস হয়েছে হুয়াওয়ের মিসর বিভাগের। এই বিজ্ঞাপনের শুটিংয়ের একটি ভিডিওতে দেখা যায়, সেলফি তোলার সময় নোভা-৩ এর পরিবর্তে ডিএসএলআর ক্যামেরার সামনে হাত বাড়িয়ে ছবির জন্য পোজ দিচ্ছেন দুই মডেল। কিন্তু তাদের হাতে কোনো মোবাইলই নেই।

বধূবেশের নগ্ন ছবি তুলে প্রাণ শঙ্কায় আলোকচিত্রী 

এই বিজ্ঞাপনের শুটিংয়ে দুই মডেলের হাতে কোনো ফোন না দেখা গেলেও ভিডিও এডিট করে পরবর্তীতে পুরুষ মডেলের হাতে নোভা-৩ ফোন ধরিয়ে দেয়া হয়েছে।

বিষয়টি পরিষ্কার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুয়াওয়ের কারসাজি ফাঁস করেছেন নোভার এক ব্যবহারকারী। প্রথমে ইনস্টাগ্রাম ও পরে রেডিটে শেয়ার করেন নোভা-৩ ফোন ক্যামেরার বিস্তারিত তথ্য।

তিনি বলেছেন, কয়েকদিন আগে হুয়াওয়ে নতুন মডেলের মোবাইল ফোনের বিজ্ঞাপনের একটি ভিডিও প্রচার করেছে। ভিডিওতে থাকা নারী মডেল শুটিংয়ের নেপথ্যের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখান থেকেই বোঝা যাচ্ছে, যে ছবি তোলা হয়েছে ক্যামেরায়।



এসআইএস/আরআইপি

আরও পড়ুন