ফিলিস্তিনকে ২০ কোটি ডলার সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জন্য বরাদ্দ ২০ কোটি ডলারের বেশি আর্থিক সহায়তা বাতিল করেছে ইসরায়েলের প্রধান মিত্র দেশ যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা থেকে আগেই নিজেদের বরাদ্দকৃত সহযোগিতা প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন।
শুক্রবার এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেন, ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের জন্য আর্থিক সহযোগিতা থেকে ২০ কোটি ডলারের বেশি তহবিল বাতিলের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে প্যালেস্টাইন লিবারেশন অর্গ্যানাইজেশন (পিএলও)। তারা এই ঘটনাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে সস্তা ব্ল্যাকমেইল বলে উল্লেখ করেছেন।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে ফিলিস্তিনের জনগণ এবং তাদের নেতারা মোটেও ভীত নয়। পিএলওর নির্বাহী কমিটির সদস্য হানান আশরায়ি এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনিদের অধিকার বিক্রির জন্য নয়।
টিটিএন/এমএস