ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্যারিসে ছুরি দিয়ে মা-বোনকে হত্যা, আইএসের দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২৩ আগস্ট ২০১৮

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি শহরতলীর রাস্তায় এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালিয়ে মা ও বোনকে হত্যা করেছে। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়। এই ঘটনায় আরও একজন আহত হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলোম্ব জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে এই হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে না। তবে ওই হামলার পর পরই এর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। যদিও তারা এ বিষয়ে কোন প্রমাণ দিতে পারেনি।

স্থানীয় সাংবাদিকরা বলছেন, পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে ওই হামলাকারী পুলিশকেও হত্যার হুমকি দিয়েছিল। হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি।

২০১৫ সালে প্যারিসে সন্ত্রাসী হামলার পর থেকেই ফ্রান্স সবসময় জিহাদি হামলার জন্য সতর্কাবস্থায় রয়েছে। প্যারিসের ত্রাপ শহরতলী সহিংসতাপ্রবণ এলাকা। সেখানকার অধিকাংশ মানুষই দরিদ্র। নিরাপত্তা সূত্র বলছে, ওই এলাকা ছেড়ে ৫০ জনের মতো সিরিয়া ও ইরাকে পাড়ি জমিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

টিটিএন/পিআর

আরও পড়ুন