ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্রমোদতরী থেকে পড়ে যাওয়ার ১০ ঘণ্টা পর সাগর থেকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২০ আগস্ট ২০১৮

এক ব্রিটিশ নারীকে সাগর থেকে উদ্ধার করা হয়েছে। ক্রোয়েশিয়ার উপকূলে একটি প্রমোদতরী থেকে পড়ে গিয়েছিলেন তিনি। দেশটির এক উপকূলরক্ষী এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা বলছেন, আড্রিয়াটিক সাগরে পড়ে যাওয়ার ১০ ঘণ্টা পরে ৪৬ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করা হয়। শনিবার মধ্যরাতে তীর থেকে ৬০ মাইল দূরে পড়ে যান তিনি।

কেই লংস্টাফ নামের ওই নারীকে পুলা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সাংবাদিকদের জানান, প্রমোদতরীর পেছন দিক থেকে তিনি পড়ে গিয়েছিলেন। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ায় নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছেন তিনি।

British-woman

ক্রোয়েশিয়ার নিউজ চ্যানেল এইআরটিকে তিনি বলেন, আমি প্রায় ১০ ঘণ্টা পানিতে ছিলাম। কোস্টগার্ডের নৌকা দিয়ে আমাকে উদ্ধার করা হয়। এই মহৎলোকেরা আমাকে বাঁচিয়েছেন। পরে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উদ্ধারকারী জাহাজের ক্যাপ্টেন লোভরো ওরেসকোভিক বলেন, তাকে রোববার উদ্ধার করা হয়। তিনি ছিলেন খুবই ক্লান্ত। আমরা তার জীবন বাঁচাতে পেরে সত্যিই খুব আনন্দিত।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন