ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় আইএসের অপারশেন কেন্দ্র ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১৭ আগস্ট ২০১৮

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের একটি অপারেশন কেন্দ্র ধ্বংস করেছে ইরাকের বিমান বাহিনী। এতে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জঙ্গিরা ইরাকের ভেতরে হামলার পরিকল্পনা করছিল। খবর পার্স ট্যুডে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেন্টার জানিয়েছে, বিমান হামলায় জঙ্গিদের ওই অপারেশন কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলায় ইরাকের এফ-১৬ যুদ্ধবিমান অংশ নিয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যে ইরাকের ভেতরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছিল ওই কেন্দ্র থেকে। সিরিয়ার সীমান্তবর্তী সুসা এলাকায় জঙ্গিদের একটি অবস্থানে কামান ও মর্টার হামলা চালিয়ে তাদের শীর্ষ পর্যায়ের এক নেতাকে হত্যার একমাস পর এ হামলা চালালো ইরাকি বাহিনী।

গত বছর থেকেই সিরিয়ার ভেতরে জঙ্গীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে ইরাকি বাহিনী। এর আগে ইরাকের তরফ থেকে আইএসমুক্ত হওয়ার ঘোষণা দেয়া হয়।

টিটিএন/পিআর

আরও পড়ুন