ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইতালিতে সেতু ধসে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১৪ আগস্ট ২০১৮

ইতালির জেনোয়া শহরের কাছে প্রধান একটি মোটরওয়ে সেতু ধসে অন্তত এক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে। ধসের কারণে সেতুটির ওপর থেকে ১০০ মিটার নিচে যানবাহন ছিটকে পড়ে। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে ভারী বর্ষণের সময় সেতুটি ধসে পড়ে।

দেশটির পরিবহনমন্ত্রী ড্যানিলো টোনিনেলি বলেছেন, এটি ‘অপরিমেয় দুঃখজনক ঘটনা’। পুলিশ বলছে, সেতু ধসের ঘটনায় কমপক্ষে ১১ জন মারা গেছেন।

স্থানীয় অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান সেতু ধসে এক ডজন মানুষের প্রাণহানির তথ্য জানিয়েছেন। ভিডিও ফুটেজে সেতু ধসের এলাকায় বৈরী আবহাওয়ায় উদ্ধার তৎপরতা দেখা গেছে।

কর্মকর্তারা বলেছেন, সেতুটির ধ্বংসাবশেষের অধিকাংশই নিচের রেল লাইনের ওপর ধসে পড়েছে। গাড়ি এবং ট্রাকও নিচে পড়েছে।

১৯৬০ সালে নির্মিত ইতালির এ১০ মোটরওয়ের এই সেতুটি মোরান্ডি সেতু হিসেবে পরিচিত। দেশটির দৈনিক লা রিপাব্লিকা শহরের ওই এলাকাকে ঘনবসতিপূর্ণ হিসেবে বর্ণনা করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ধসে পড়ার সময় সেতুটির ওপর গাড়ির দীর্ঘ সারি ছিল। সেতুটি ধসে পড়ায় ধ্বংসাবশেষের নিচে গাড়ি চাপা পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এসআইএস/পিআর

আরও পড়ুন