ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সড়ক দুর্ঘটনায় ৯ সিরিয়ান অভিবাসীর মৃত্যু

প্রকাশিত: ০৬:২৩ এএম, ০৯ আগস্ট ২০১৫

তুরস্কের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ৯ সিরিয়ান অভিবাসীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার দেশটির বালিকেসির প্রদেশের হাভরান শহরে এ দুর্ঘটনা ঘটেছে।

দেশটির বেসরকারি গণমাধ্যম দোগান নিউজের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিরিয়ান অভিবাসীদের বহনকারী একটি মিনিবাস বালিকেসির-হাভরান সড়কের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই আট অভিবাসীর মৃত্যু হয়। এছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এ ঘটনায় আরও ৩০ অভিবাসী আহত হয়েছেন।

অভিবাসীরা সবাই তুরস্ক সীমান্ত দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা করছিলো।

এসআইএস/আরআইপি